নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:

ইউ.এস.–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (USBCCI) ঘোষণা করেছে যে আগামী ২১ ও ২২ নভেম্বর, ২০২৫ নিউইয়র্কের হিল্টন লা গার্ডিয়া এয়ারপোর্ট হোটেলে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫।

অনুষ্ঠানে বক্তৃতা

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট ও সিইও মোঃ লিটন আহমেদ বলেন:

 

“৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার একটি বড় সুযোগ। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের একসাথে আনার মাধ্যমে আমরা একটি বৈশ্বিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।”

ইউএসবিসিসিআই পরিচালক শেখ ফরহাদ বলেন:

“এই এক্সপোর মাধ্যমে আমরা শুধু প্রদর্শনী নয়, বরং বি২বি মিটিং, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং এবং গ্লোবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডসের মাধ্যমে নতুন সম্ভাবনা উন্মোচন করতে চাই।”

ইউএসবিসিসিআই পরিচালক আহাদ আলী সিপিএ বলেন:

“এই মেলার মাধ্যমে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, প্রবাসী বাংলাদেশিরা এই প্ল্যাটফর্ম থেকে সর্বাধিক উপকৃত হবেন।”

ইউএসবিসিসিআই পরিচালক ইসমাইল আহমেদ যোগ করেন:

“আমাদের লক্ষ্য হচ্ছে এসএমই উদ্যোক্তাদের জন্য এমন একটি সেতুবন্ধন তৈরি করা, যেখানে তারা যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক বাজারে টেকসই ব্যবসা গড়ে তুলতে পারবেন।”

ইউএসবিসিসিআই পরিচালক মোঃ বদরুদ্দোজা সাগর বলেন:

“আমরা আশা করি এই মেলা বাংলাদেশের এসএমই খাতকে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করবে।”

মিডিয়া উপস্থিতি

এই প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—

  • সাপ্তাহিক বাঙালি সম্পাদক, কৌশিক আহমেদ
  • সাপ্তাহিক পরিচয় সম্পাদক, নাজমুল আহসান
  • বাংলাদেশ প্রতিদিন (USA Edition) নির্বাহী সম্পাদক, লাভলু আনসার
  • TBN24 রিপোর্টার, এহসান জুয়েল
  • IBTV রিপোর্টার, সৌরভ ইমাম
  • USOnline News সম্পাদক, শাখওয়াত সেলিম
  • Time TV প্রতিনিধি
  • প্রবাস বাংলাদেশ টিভি প্রতিনিধি

Post a comment

Your email address will not be published.

Leave the field below empty!

Related Posts