নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র — US Bangladesh Chamber of Commerce & Industry (ইউএসবিসিসিআই) সম্প্রতি নিউইয়র্কে সফলভাবে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশন আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Sheikh Jasim Uddin, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, AKIJ Resource।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন Md. Liton Ahmed, সভাপতি, ইউএসবিসিসিআই। তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও অর্থবহ হয়ে ওঠে।

এই মিট অ্যান্ড গ্রিট সেশনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ, পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে নেতৃত্ব, বিনিয়োগ, টেকসই উন্নয়ন (ESG) এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্য সহযোগিতার সম্ভাবনা। অংশগ্রহণকারীদের মধ্যে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও প্রবৃদ্ধির অঙ্গীকার আরও দৃঢ় হয়।

ইউএসবিসিসিআই অনুষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সহযোগী অংশীদার থিকানা নিউজ ও রুহিন হোসাইন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি ইউএসবিসিসিআই বোর্ড অব ডিরেক্টরস—আহাদ আলী ইসমাইল আহমেদ, শেখ ফরহাদ, সামি কবির ও মিলি ভূঁইয়া—এর নেতৃত্ব, পরামর্শ ও সার্বিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আকিজ রিসোর্স, এবং শাহরিয়ার আই. হালিম, সিইও, আকিজ কনসাল্টিং। তাদের অংশগ্রহণ আলোচনাকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ জসিম উদ্দিন আকিজ রিসোর্সের বহুমুখী শিল্প কার্যক্রম, উদ্ভাবননির্ভর সম্প্রসারণ কৌশল এবং টেকসই ও নৈতিক ব্যবসা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

ইউএসবিসিসিআই ভবিষ্যতেও এ ধরনের উচ্চমাত্রার ব্যবসায়িক সংযোগ ও সহযোগিতামূলক উদ্যোগ আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Post a comment

Your email address will not be published.

Leave the field below empty!

Related Posts